বাংলাদেশে এসেছে
করোনাভাইরাস ভাই,
এতে কিন্তু আমাদের
ভয়ের কারণ নাই।

করোনারোধে ধুতে হাত
৪ ঘন্টায় একবার,
মাস্ক ব্যবহার
করতে হবে সর্বদা সবার।

পরিস্কার-পরিচ্ছন্নতা
করতে হবে অর্জন,
পাবলিক ট্রান্সপোর্ট সবে
করতে হবে বর্জন।

অফিস আদালত
না করে বর্জন,
অর্থনীতি রক্ষার্থে
কাজ করতে হবে সর্বক্ষণ।

বড় বড় গণজমায়েতে
না করে অংশগ্রহণ,
সচেতন থাকতে হবে
সবাই মিলে সর্বক্ষণ।

ঘন ঘন নাক-মুখ
স্পর্শ না করে,
এ ভাইরাসের বিরুদ্ধে
যুদ্ধ চলবে মাস ধরে।

সবাই এক হয়ে বলি
এ ভাইরাসের ভয়,
আর নয়, আর নয়
করবো সবে জয়ই জয়।
১০.০৩.২০