আমি বঙ্গবন্ধুর নিষ্ঠুর খুনিদের ক্ষমা করতে পারি না,
কেমন করে তারা জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করেছিলো?
আমার মাথায় আসে না।
বঙ্গবন্ধু তো একটা জাতির নাম,
কিভাবে তারা পারলো একটি জাতিকে ধ্বংস করতে?
বঙ্গবন্ধু তো একটা দেশের মানচিত্র,,
কিভাবে তারা পারলো একটি মানচিত্রকে খন্ডিত করতে?
বঙ্গবন্ধু তো একটা পতাকা,
কিভাবে তারা পবিত্র পতাকাকে পুড়ে ফেলতে পারলো?
বঙ্গবন্ধুর হত্যাকারীরা ইতিহাসের নিকৃষ্টতম কীট,
আমি বঙ্গবন্ধুর নিষ্ঠুর খুনিদের ক্ষমা করতে পারি না।
-স্বপন রোজারিও, মধুবাগ, ঢাকা, ২৪/৮/২০