বিশ্ব বই দিবসের আহ্বান
আজ ২৩ এপ্রিল, বিশ্ব বই দিবস
সবে মিলে বই পড়ে লভি জ্ঞানরস।
বই বিনা জীবনটা হয় যে অর্থহীন,
পানি বিনা বাঁচে সে যে কোন মীন?
বইয়ের জ্ঞানরাজ্যে করলে বিচরণ,
মনুষ্য মন উর্ধ্বে করে যে গমন।
মনে যখন হানা দেয় দু:খ-মন্দ-জরা,
বই তখন বন্ধু হয়, ভালবাসায় ভরা।
সারাদিন নয় মোবাইল, নয় ফেসবুক
জীবন আলো করতে আসুক বই-যুগ।
সকলে পন করি, বই হবে নিত্য-সঙ্গী.
নানা রকম বই দিয়ে জীবনটাকে রঙ্গী।।
- স্বপন রোজারিও, ২৩.০৪.২০২১