আমি শেখ মুজিবের বিশালতা দেখে মন্ত্রমুগ্ধ,
একজন কালজয়ী পুরুষ থেকে মহাপুরুষ,
তাঁকে দেখলে সমুদ্র দেখার প্রয়োজন নেই
কারণ তিনি সীমার মধ্যেও অসীম,
তাঁকে দেখলে হিমালয়কে দেখা যায়
কারণ তিনি হিমালয়ের চেয়েও বিস্তর।
তাঁর হৃদয়মন্দিরে আকাশ বাস করে
আর সেই আকাশে আমরা চাঁদ, তারা,
তাঁর হৃদয় আমাদের ঠিকানার বাংলাদেশ, মানচিত্র
তাঁর ভাষণ পরাক্রম ও প্রেরণাদায়ী,
কবিদের মধ্যে তিনিই বিশ্ব কবি,
তিনি বাংলার মানুষের নয়নের মনি, অহংকার,
তিনি চিরসবুজ, মাইলের পর মাইল ধান ক্ষেত,
তিনি অনন্যসাধারণ ও ক্ষমাশীল,
অথচ আমরা তাঁর কিছুই ধারণ করতে পারিনি,
এতো বড় মানুষের দেশে আমরা বিশাল অভাগা,
আমরা হয়েছি চরম সংকীর্ণ থেকে সংকীর্ণতম,
তাঁকে স্বপরিবারে হত্যার মাধ্যমে আমরা হয়েছি
চরম বিশ্বাস ঘাতক, ইতিহাসের নিকৃষ্টতম।
-স্বপন রোজারিও, মধুবাগ, ঢাকা, ১৫/০৮/২০