থাকতে হবে সাবধান যে
এই করোনা কালে,
সময় থাকতে আটকাবো না
করোনার হিংস্র জালে।
ঘরের বাইরে মাস্ক ব্যবহারে
থাকবে না আর ভয়,
নিজেদের পরিচ্ছন্ন রেখে
করোনা করবো জয়।
নিজেরা থাকলে সাবধান
বাঁচবে জাতি দেশ,
স্বাস্থ্যবিধি চললে মেনে
শান্তির নেই শেষ।
০৫/০৫/২০২১