১৪২৮ বৈশাখ আগমনের কোন বার্তা নেই,
নেই আনন্দের কোন রেশ,
নেই পান্তা-ভাত,
ইলিশ মাছ ভাজা
রোদে ঘোরাঘুরি।

বৈশাখকে ঘিরে আনন্দ ছিলো বাঁধভাঙ্গ,
প্রস্তুতি ছিলো গানের,
ইলিশ কেনার প্রতিযোগিতা,
পোষাকের বাহার,
মৃৎ লিল্পীদের নির্ঘুম রাত কাটানো,
বটতলার গান!

এক করোনায় সব ধ্বংস,
এখন মেলা হবে ভার্চুয়ালি,
হায়! বৈশাখ ১৪২৮
১৩.৪.২০২১