আম্পানের যত ভয়,
করবো আমরা জয়।
আম্পান যাবে চলে,
আলো আসবে বলে।
আমরা সচেতন হলে,
আম্পান ভাসবে জলে।
চলো আমরা সবাই,
জীবন যুদ্ধে যাই।
আম্পানের ছোট ক্ষয়
মানুষের কি মনে রয়??
মধুবাগ, ঢাকা ২০.৫.২০
(২) ঈদের বাজার
করোনার কথা ভেবে
ঈদ বাজারে না যাই,
করোনা চলে গেলে
পরম শান্তি পাই।
এবারের ঈদটা না হয়
জামা ছাড়া করি,
প্রশান্তি আনয়নে
নিয়মিত কোরান পড়ি।
করোনার এ ক্রান্তিকালে
আসলে ঘরের বাহিরে,
করোনায় জীবন যাবে
বিকল্পটি যে নাইরে।
মধুবাগ, ঢাকা ২০.৫.২০