আবার বেড়ে গেছে
করোনার ছল,
থাকতে দেহে বল
বিধি মানি চল।
১৭/০৩/২১