বিশ্বের যত সৌন্দর্য্য আছে,
কারোনা এ সৌন্দর্য্য নাশে।

ধ্বংস আর হাহাকার যত,
করে যাচ্ছ দানবের মত।

কখনো তুমি বদলে রূপ,
আঘাত করেছ খুব খুব।

বিশ্ব দিয়েছে অভিশাপ ভাই,
করোনার আর রক্ষা নাই।
১৫.৫.২০