স্বর্ণখচিত দিল্লী আজ মৃত্যুপুরী

কাঁদিসে নর আপন জনের লাগি,
হাসপাতালে রাত কাটাচ্ছে জাগি।
অশান্তি আজ সবার মনোমাঝে
মন বসে না অন্য কোন কাজে।
লাশে পূর্ণ আজ দিল্লীর মহাশশ্মান
লাশের সারি সেজেছে যেন বাগান।
ধূঁয়ায় আজ দিল্লীর আকাশ কালো,
চন্দন কাঠের  পড়েছে আকাল ভালো।
স্বর্ণখচিত দিল্লী আজ মৃত্যুপুরী
কে দিবে শান্তনা সারা দিল্লী জুরি?
-স্বপন রোজারিও (মাইকেল), ৩০.০৪.২০২১

(২)
বন্ধন ছিলো দৃঢ়

একদা মোদের বন্ধন ছিলো দৃঢ়,
সম্পর্ক ছিলো সু-কঠিন নিবিড়।
যেতাম মোরা একে অপরের বাড়ী,
পা’ই ছিলো মোদের একমাত্র গাড়ী।
খেতে দিতো হাতে ভাজা মুড়ি,
দাঁড়িয়ে হাসিমুখে পাকনা বুড়ি।
আরো দিতো সুপারি আর পান,
বেড়ে যেতো মোদের সম্মান।
বিপদে পড়তাম সবে ঝেঁপে
জীবন-যুদ্ধে যেত না কেউ ক্ষেপে।

-স্বপন রোজারিও (মাইকেল), ৩০.০৪.২১