খারাপ খবরের মধ্যে ভালো একটাই ,
১০ এর নীচে করোনা, স্বস্তিতে সবাই।
এবার বুঝি সুবাতাস বহিছে দিকে দিকে,
বিশ্বে শান্তি রেখা বিধাতা দিয়েছে এঁকে।
এ মৃত্যুপুরী আবার হবে যে আলোকিত,
মৃত্যুভয়ে মানুষ আর হবে না যে ভীত।
পাখিরা গাবে গান, হিজল গাছের ঢালে,
করোনা রোগী ফেলে কেউ যাবে না চলে।
অক্সিজেনের স্বল্পতা থাকবে না আর,
কোল খালি হবে না আর কোন মা’র।
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবারই,
আন্দোলিত হবে ধরা, প্রত্যাশা একটাই।
.....................................................................
স্বপন রোজারিও (মাইকেল) ২৯.০৪.২০২১