মানুষগুলো সংখ্যায় বাড়ে
নেইতো মানবতা,
পয়তাল্লিশে আসলো নাতো
আসল স্বাধীনতা।
গুম-নিখোঁজরা যাচ্ছে কোথায়?
কে বা নিচ্ছে ধরে!
আজকে বিবেক নিরব কেনো?
থাকে চুপটি করে।
হারিয়ে গেল নিয়ম-কানুন
বলছ কালের টানে,
দিন দুপুরে হারায় মানুষ
সেটার কি বা মানে?
জ্বলছে আগুন সুখের ঘরে
কেউ তা জানত না
মরার আগে খুঁজছে তারা
একটুখানি সান্তনা।
(০৯/০১/২০১৭ইং দৈনিক যুগের আলো পত্রিকায় প্রকাশিত)