.
খোকন সোনার মন বসেনা
স্কুলের অই পাঠে,
দুষ্টু সোনার মন-ছুটেযায়
পাকা ধানের মাঠে।
আমার গাঁয়ের সবুজ মাঠে
হেমন্ত ফের আসে,
হরগোজার ঝাড়ের ফাঁকে
পাতাটুনিটা হাসে।
ভরবে গোলা সোনার ধানে
ব্যস্ত কৃষক মাঠে,
হেমন্ত নদী শুকিয়ে কাঠ
নৌকো বাধা ঘাটে।
খোকন সোনা ব্যস্ত এখন
হেমন্তকে নিয়ে,
স্কুলের পাঠ ছেড়ে খোকন
ছুটছে মাঠে গিয়ে।