হয়তো এদেশে একমাত্র আমি
আজন্ম ভুমিহীন,
জন্মের পর পাইনি আতুর ঘর
পেয়েছি ডাস্টবিন।
ঘরের জন্য আবেদন করে
বরাদ্দ পেলাম ফুটপাত,
সারা দিন অনাহারে থাকি
ওখানে কাটে সারা রাত।
রাতের আধারে হয় পরিচয়
মুখ চেনা মুশকিল,
দিনের বেলা ওরা দাবি করে
অরা নাকি সুশীল।
সুখে আছি বলতে পারেন
হয়না কিছু বরবাদ,
মাঝে মধ্যে বেড়ে চলে
নরপশুর উৎপাত।
কারো দ্বারে একমুঠো ভাতের
জন্য বাড়াই যদি হাত,
কুকুরের মতো তাড়িয়ে যে দেয়
গালি তুলে জাত- পাত।
আমার ঘর নেই ছিলো না
হয়তো কোনো কালে,
যখন যেমন চলেছি একা
পড়িনি কোনো জালে।
অনেক কষ্টের সার্টিফিকেট তবু
উপাধি পাই বেকার,
নিজেও জানিনা কে এই আমি ?
পেয়েছি মানব আকার।
ঘরের খোঁজে পরের জন্মে
হয়তো আবার আসব,
এমনি করে তখনও কী
নয়ন জলে ভাসব?
আমার ঘর নেই ছিলো না
হয়তো কোনো কালে,
দরজা জানালা হয়না খুলতে
সকাল বা বিকালে।
.
--স্বপন শর্মা,
২০/০৪/২০১৬ইং
উলিপুর - কুড়িগ্রাম।