মাছি বাহু থেকে দেহে;
দেহ হতে-
বসে গিয়ে আবার বাহুতে।
স্পর্শ করতে না করতেই
উড়ে গিয়ে বসে পিঠে,
না পারি দেখতে
না পারি ধরতে
ইচ্ছা মতো জীবানু ছড়ায় আমায় ধ্বংস করতে।
ঠিক তোমার মতো-
চুমো খাবে, জড়িয়ে ধরবে,
কামভাব জাগিয়ে দিবে,
প্রেম সাগরে ভাসিয়ে দিয়ে অনেক দূরে রবে।
মাছি আবার ফিরে আসে-
পঁচা দেহের গন্ধে,
ঠিক তোমার মতো তুমি যেমন আস,
যখন আমি বালু ভূমিতে পড়ে রই
দূর হতে দেখতে-
যখন আমার গন্ধ ছড়ায় ভালো কিবা মন্দে।