স্পর্শহীন একাকীত্ব; বাঁচার জন্য হলেও
কেউ কাউকে আর ছোঁবো না,
কলমটাও একাকীত্ব বোধে লেখে যায় একা
বাজার নয়, নয় দোকান কিংবা মন্দির মসজিদ
মিছিল বা অযাচিত ভীড়ে বাঁচার রাস্তা খোঁজা নয়
এখন মৃত্যুর মুখে ঝামা ঘষে দিতে একলা থাকা।
গতিহীন শহর স্থির সময়, লকডাউনে ঈশ্বর...
তুমি, আমি আমরা সকলে আজ একা
আট বাই আট ফুট ঘর-
রাতজুড়ে মগ্ন থাকি পৃথিবীর রোগ মুক্তি কামনায়
আমরা যখন কোয়ারেন্টাইনে ঈশ্বর তখন নকডাউনে
প্রার্থনাও শুনে না।