শরৎ এলে আকাশজুড়ে মেঘের ভেলা ভাসে
নীল সবুজে ভেসে চলে
তাই তো খোকা হেসে বলে
চড়তে পেলে মেঘের ভেলা
করবে খেলা সারা বেলা
মাছ পাখি ফুল নদীর দুকূল সেসব শুনে হাসে।
হাসুক ওরা দাঁত কেলিয়ে কাঁশফুলের'ই মতো
বায়না তবু চড়বে ভেলা
রাখল ফেলে সকল খেলা;
বুঝায় কত বাবা-মায়ে
যায়না চড়া মেঘের গায়ে
তবুও খোকা বুঝ মানে না বুঝায় তারে যতো।
খোকা পরে জামা জুতো মেঘের ভেলায় চড়বে
ভেলায় চড়ে ভেসে ভেসে
চলবে না কি! হেসে হেসে
মনের মাঝে অনেক আশা
আছে যতো ভালোবাসা
আকাশ মাঝে বিলিয়ে দিয়ে মেঘ পরীদের ধরবে।