চলছে খোকা মাঠের পানে
কারণ কী তা জানো?
খুব খুশিতে গাইছে দেখি
গুনগুনিয়ে গানও।
বাবার মত মাথাতে তার
গামছা বেঁধে নিল,
সাজল সে যে পুরো কৃষক
মনটা কাজে দিল।
এক নিমিষে রোদ ফুরালো
আঁধার এলো নেমে
বাপ ছেলে যে মাঠের চাষি
নেই তো তারা থেমে।
বাবার মত কৃষক হবে
খোকার বড় শখ,
জানবে সবে খোকা এখন
খুব বড় কৃ'ষক।
তাই তো খোকা বাবার সাথে
সকল কাজে থাকে
বাবাও ভীষণ খুব খুশিতে
বনিজের পাশে রাখে।