কোথায় কি হয় সকল কিছু জানত খবর রোজ
থাকতো কেবা অনাহারে রাখতো তারও খোঁজ
শীতে নেই কার গরম কাপড় বর্ষা-রোদে ছাতি-
কে আছে আজ অন্ধকারে কার ঘরে নেই বাতি?
ছোট বড় সব সমস্যার, খুঁজতো সকল কারণ
সমাধানে আসতো ছুটে করতো না কেউ বারণ।
সবার দুঃখে কাঁদতো যেমন হাঁসত সবার সুখে
পরের ভালো ক্যামনে হবে থাকত সেথায় ঝুকে।
দেশের কথা দশের কথা সব'কে নিয়ে ভাবে
আম-জনতা কেমন করে স্বাধীনতা পাবে!
এসব কিছু ভাবনা নিয়ে কাটতো খোকার দিন
মুক্তি পেলো স্বাধীন হলো বাড়ল যে তার ঋণ।
সতের মার্চ জন্ম তারিখ কেউ ভোলেনি তাই
খুব আয়োজন বাংলাদেশে কমতি কিছু নাই-
নেই উপস্থিত শুধু তিনি, থাকেন অচিন পুর
সে দিনের সে ছোট খোকা আজকের মুজিবুর।
তাই তো আজকে শুভ দিনে অশ্রুভেজা বরণ
শুন্য হৃদয় নিয়ে আমরা করছি তোমায় স্মরণ।