১.
টিপ টপ
টিপ টপ;
রাত-ভর
ঝড় ঝড়;
শীত পড়ে টিপ টপ টিপ টপ করে
একটানা রাত-ভর ঝড় ঝড় ঝড়ে।
২.
পুন-পুন
গুন-গুন
ছল ছল
তল তল
কুসুমে পুন-পুন গুন-গুন ভোমর
নয়নে ছল ছল তল তল অন্তর।