বৃষ্টি আসুক রোজ বিকেলে তপ্তরোদের পর
উষ্ণ নাসুক শান্তি আসুক অশান্ত যে অন্তর
সব ঋতুতে বৃষ্টি নামুক থামুক কোলাহল-
যাক ধুয়ে যাক সকল অপাক বৃষ্টি ফোটা জল।
বৃষ্টি আসুক শহরজুড়ে দালান কোঠার ছাদে
বৃষ্টি আসুক গাঁয়ের মাঠে, ছনের ঘরটা বাদে
বৃষ্টি আসুক সকাল দুপুর এবং সন্ধ্যে বেলা-
পুকুর ডোবা ভরুক জলে মাছে করুক খেলা।
বৃষ্টি নামুক কালো মেঘে আকাশটা পাক আলো
বৃষ্টি জলে ভিজুক মাথা হৃদয়টা হোক ভালো-
বৃষ্টি নামুক দ্বন্দ্ব থামুক থামুক সকল অশান্ত
বৃষ্টি জলে যাক ধুয়ে সব, ছিল যতো ভ্রান্ত।