টেবিল জুড়ে বইয়ের পাহাড় ভাল্লাগেনা পড়তে
মন ছুটে যায় বাইরে শুধু- গঙ্গাফড়িং ধরতে।
হোমওয়ার্কে মন বসে না ডাকছে পাহাড় নদী
ডাকছে যেথায় চাঁদের আলো ছড়ায় নিরবধি।
নীল আকাশে উড়ছে কত সাদা রঙের ঘুড়ি
হিসেব নিকেষ রাখে কি না ওই না চাঁদের বুড়ি!
শালিক পাখি ব্যস্ত যখন ঘাসে ফড়িং ধরতে-
রতখন কী আর ভালো লাগে ঘরে বসে পড়তে?
নদীর পাড়ে একটি ছেলে দাঁড়িয়ে সারাক্ষণে
ভাবত বুঝি ঢেউকে নিয়ে মাছকে নিয়ে মনে
কেমন হতো সেই ছেলেটি হতাম যদি আমি
ডাকত না কেউ পিছন হতে সময়টা বেশ দামি।
কেমন হতো হতাম যদি নীল আকাশের মেঘটা
পড়ার কথা কাজের কথা বলতো না আর কেউ তা
থাকবো আমি আমার মত, কতই মজা হতো...
এমন স্বাধীন হতে চাইলে বয়েস লাগে কত?