কত্ত রকম ভূতের গল্প অনেক জনে বলে,
সেসব গল্প নয়তো অল্প, সব কি বলা চলে?
মায়ের কাছে যে গল্পটা শুনছি আমি ভাই,
সেখান হতে আজকে একটু শেয়ার করতে চাই।
মায়ে বানায় মজার পিঠা নিঝুম আঁধার রাতে,
জানলা ধারে ভূতরা আসে পিঠার গন্ধে মাতে।
পিঠা খেতে চাইত ভূতে বলত নাকি সুরে,
খুব সাহসি মা যে আমার যেতনা একটু দূরে।
শ্মশান ঘাটের বটের ডালে শিংঅলা ভূত থাকে,
সে পথে কেউ ফিরলে ঘরে জাপটে ধরত তাকে।
হাটের দিনে হাঁটুরে যদি ব্যাগে নিতো মাছ,
সঙ্গ নিতো তাঁরই পিছু ছাড়ত বটের গাছ।
ফন্দি করে সঙ্গি হয়ে বিড়াল সেজে হাঁটা
ঘরে ফিরে দেখত ব্যাগে পড়ে আছে কাঁটা।
একদিন না কি হেঁটে আসত কালু শেখের ছেলে,
ঘাড় মটকাল বাগে পেয়ে ছুড়ে দিলো ফেলে।