বাবা আমার শিক্ষা গুরু
বাবাই প্রথম পাঠ,
বাবার নিকট প্রথম শিখি
চক, পেন্সিলে আঁট।
বাবার হাতের আঙ্গুল ধরে
প্রথম হাঁটা শিখি
বাবাই আমার হাতের খড়ি
প্রথম যখন লিখি।
বাবা আমার সহায় ছিলো
জীবন চলার বাঁকে,
বন্ধুর -পথেই বন্ধুর মতো
পেয়ছিলাম তাঁকে।
আজকে বাবা থাকেন দূরে
না ফেরার ঐ দেশে,
মন ছুঁয়ে যায় বাবার স্মৃতি
দু'চোঁখেতে ভেসে।