নিশি ভেসে যেতো তার চোখের জলে
দিন গুলো পেরিয়ে যেতো তার বন্ধুদের সাথে কথার ছলে -
হাতের পাতায় ছবি নিয়ে বুকে রাখতো আগলে
কলম নিয়ে যেখানে সেখানে একটা নামের হিজিবিজি করত; এককালে ।
কাকে বলে ভালোবাসা? - যেখানে একটু পাগলামি... আর অনেক প্রত্যাশা !
কল লিস্ট গুলো ডায়েরির পাতায় থাকতো সাজানো
সময়, তারিখ, দিন, ঘণ্টা ,মিনিট, সেকেন্ড,বছর সব থাকতো লেখা... ভেবোনা গল্প বানানো...
ওসব পাতা গুলো কি বেঁচে আছে,
প্রশ্ন টা হোল- সেগুলো কোথায় ? একদিন যেগুলো দেখে কাটাতো সময় ।
শুনতো না সে ভালোবাসা ভরা আদুরে শব্দ টা''আমি ভালোবাসি তোমায়, তুমি শুধু আমার''
বলে যেতো কেউ তাকে''ভালোবাসা তো অনুভবের জিনিস, মুখ ফুটে বলতে হয় নাকি আবার ?''
একটু হাসির আওয়াজ শোনার প্রতীক্ষায় সপ্তাহ কেটে যেতো
বাহুডোরে বাঁধবে কবে? সব কল্পনাই রয়ে যেতো
বালিশ গুলো আঁকড়ে কাঁদতে দেখেছি
সব স্বপ্ন গুলো একটা ভুলে ভেসে যেতে দেখেছি
একাকীত্বের আগুনে পুড়তে দেখেছি
চাওয়া পাওয়া গুলোকে পায়ের তলায় পিষতে দেখেছি
ক্ষুধার্ত জন্তুদের চোখের সামনে থেকে আত্মরক্ষা করতে দেখেছি
ভেঙে পড়লে ধুলোর মত পায়ে পায়ে লুটোপুটি খেতেও দেখেছি
কিছু স্বার্থপর মানুষদের খেলনা হয়ে ব্যবহার
অবশেষে ভুলের শাস্তি দিতে নিজেকে প্রহার
রাতের পর রাত ছবিতে চোখ রেখে প্রশ্ন করেছে ?
ভালোবাসা শুধু ভালোবাসতে চেয়েছে
জন্মদিন গুলো তার বিনা শুভেচ্ছায় খোলা আকাশে তারা গুনে কেটেছিল
কেকের একটা অংশ মোবাইল স্ক্রীন -এ ঠেকিয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলতে দেখেছিল
প্রশ্ন করেছিলাম, এটা ভালোবাসা না পাগলামি?
বলেছিল, ' ভালোবাসি ওকে কতটা জানিনা, তবে ওর হয়েই নিজেকে রাঙাবো আমি '।
অবশেষে বলল যেদিন কেউ তাকে, ' আমি ভালোবাসি তোমায়, বাসব তোমায়- একবার বল ভালোবাসো আমায়''?
ওকে বলতে শুনেছিলাম , 'ভালোবাসা তো অনুভবের জিনিস, মুখ ফুটে বলতে হয় নাকি, যা নষ্ট হয়ে গেছে তোমার ছলনায়'।
ওর সাথে কথা বললে অন্তর টা কেঁদে ওঠে... আমায় কাঁদায় যে... একটা প্রশ্ন থেকে যাবে --'কে সেই মেয়ে ?'