একটা অভ্যস্ত অভিনয়,
মূর্ছনার সুরে বাঁধা সেই
সে শখের কবিতাখানা,
এসে বলে, 'হায়'
একটা অভ্যস্ত অভিনয় ।।
একটা অভ্যস্ত অভিনয়,
নিয়তির বিধিলিপি
আর কিছু টানাপোড়েনে
সেই যে বদলে যাওয়া
একটা অভ্যস্ত অভিনয় ।।
একটা অভ্যস্ত অভিনয়,
চেনা মানুষের ভিড়ে অচেনা মুখোশ,
আর মুখোশের ভিড়ে খোঁজা
সেই চেনা মুখ,করে যায়
একটা অভ্যস্ত অভিনয় ।।
একটা অভ্যস্ত অভিনয়,
কিছুটা জানতে বাকি
কিছুটা হয়তো জানা,
তাও ভালোবাসা মানে,
একটা অভ্যস্ত অভিনয় ।।
একটা অভ্যস্ত অভিনয়,
নকল এ জগতে বাঁচা,
অথবা মৃতের ভিড়ে
মাথা তুলে যাওয়ার ঝোঁকে, হয়ে যায়
একটা অভ্যস্ত অভিনয় ।।