খেয়ালি মন এসে বলেছিল হায়,
সেই ফেলে আসা দিন গুলো ভোলা নাহি যায় ।
হারান ছেঁড়া ঘুরি হারান পেন্সিল,
হারান মনটা আর সেই "টুটে দিল" ।
একটা ছোট্ট বকা তবুও আপন ছিল,
এখন তো স্বাধিনতা "দিল"টা হারিয়ে দিল ।
বড় এক মুঠো হাত ছোট আঙ্গুলটাকে
চেপে ধরে থাকত, আজ যে একাই থাকে ।
তারা সব ছিল সেই দিনগুলো কোলে নিয়ে,
আমার কোলটা খালি দিন গেছে হারিয়ে ।
তবুও তো ভাল আছি বেঁচে নিচ্ছি কোনোমতে,
সুখ সাধ সব মেটে দিন চলে খুসি গতে ।
এটাকে তবুও বেঁচে থাকা বলা যায় না,
পুরনো সে দিনগুলো আয় ফিরে আয় না ।
কিছুতে না আসিস যদি কেন তবে এসেছিলি,
শুধু শুধু মনটাকে কষ্টতে ভরে দিলি ।
সেই ফেরা পথগুলো স্বপ্নই রয়ে যাক,
আজ যবে সব ফাঁকা স্মৃতিটুকু পড়ে থাক ।।