আমি মূর্খ, আমি অজ্ঞ
আমি বুঝিনা জগৎ-নীতি,
আমি পরাজিত এই নাট্যমঞ্চে
অন্তরে মানবভীতি!

আমি চিরচেনা সেই হতভাগা
মুখোশের মায়ায় বিশ্বাসী,
নিজেকে সঁপেছি অন্যের তরে
মুখে তবু কৃত্রিম হাসি!

আমি খুঁজে ফিরি আমার আমিকে
লক্ষাধিক মুখোশধারীর মাঝে,
ছুটে চলি আমি অচেনা গন্তব্যে
আপন আত্মার খোঁজে!

আমি ব্যর্থ এক বিদ্রোহী
উজাড় করে রাত্রি-দিন,
মানুষখেকো জাতির কালো ছায়ায়
রঙ লেপে যাই নিত্যদিন!

আমি দিকভ্রান্ত এক নিশাচর
অন্তরে ব্যর্থতার যন্ত্রণা,
হাসনাহেনার সুবাস যোগায়
এগিয়ে চলার প্রেরণা!

আমি ছুটে চলি ফেলে পিছুটান
হাজার বছর ধরে,
অসীম এই জীবন স্রোতে
বাস্তবতার ভীড়ে!

আমি সংগ্রামী, স্বাধীনচেতা
যুগান্তরের সূত্রপাত,
দিব্যকর্ণে তবু দিনশেষে শুনি
মানব-মনের আর্তনাদ!

আর নয় ভয়, কোনো সংশয়
বিনষ্ট হোক আত্মগ্লানি,
আকাশে বাতাসে ধ্বনিত হোক
যুদ্ধজয়ের জয়ধ্বনি!