উত্তাল ঝড় উঠেছিল সমুদ্রের মত সেদিন
ছোট-বড় শুকনো সজীব পাতারা উড়েছিল খুব
সুন্দরী রমণীদের চুল উথাল-পাথাল পথে পথে
গরুগুলিও দিশেহারা হ'তে জানে----
এই সুযোগ,এই তো সুযোগ
এই ফাঁকে এসো, আমরা হৃদয় বিনিময় করি,
তোমার যত অভিমান কিম্বা রাগ
উড়িয়ে দাও ঝড়ের সাথে---মুহুর্তে
ঝড় নিয়ে যাবে তাকে হনলুলু,হংকং ,দুবাই
বিনা-টিকিটের যাত্রী বলে কচু-কাটা হবে তারা
আঃ! কী পেলব অনুভূতি আমার
তবু আমার আব্দার আমি দু'হাতে চেপে রাখবো
ওড়াবো না এই ঝড়ের সাথে
বরং রোদ্দূরের অপেক্ষায় থাকবো
যাতে আরও তাপ সঞ্চারিত হয়ে তারা ফুলে ওঠে----
তুমি কি তেজী ঘোড়া হবে? না,ঘড়িয়াল কুমীর......