ওরা    অচেনা অজানা একদল বেদুইন
            বৃষ্টির  মত  একসাথে ওরা  নিজেরা দ্বন্দ্বহীন
    ওরা    হাসিখুশি যেন  নদীর মতই বহতা
            বাটি-ঘটি সব  বয়ে নিয়ে চলে অপার অসীম ক্ষমতা,

           যত রঙ আছে ওদের জীবনে তুমি আমি কোথা পাব তা'
           সাদা অভ্যাসে পাওয়া তো যাবে না বেদুইনদের সমতা
    ওরা   সভ্যতাহীন
            তোমার আমার চেয়ে ভয়হীন
  ওদের  নেই কোন চুলো চাল
          মনের রঙের প্রলেপন দিতে শিল্পীরা নাজেহাল

   ওরা    ছোট ছোট এক গল্প,
           জোট বেঁধে নিয়ে  চলেছে উজান স্রোতে
           ওদের গল্পে ভাঁটা নেই জেনো চঞ্চল আবর্তে

   ওরা   যাযাবর ওরা মন্থর কেউ কারো চেনা নয়
           ওরা সাজে-গোজে ওরা হেঁটে চলে---
  ওদের  জীবন আনন্দময়

       _____________________

মাত্রাবৃত্ত____