নিজের দিকে তাকালে একটু বুক কেঁপে যায়
একদৃষ্টে তাকিয়ে থাকা যায় না
ওপারে যে মানুষটা আছে একমাত্র তারই
অন্তস্থল অবধি আমার জানা
একটা আয়নার দরকার ,নিজেকে মেপে নেবার জন্য
কিছুটা সময় আয়নার মুখোমুখি দাঁড়াবার,
দেখতে হবে স্পষ্ট কথাগুলো আমার চোখের দিকে তাকিয়ে
বলতে পারছি কিনা
আয়নার সাথে চারচোখের মিলনে
যে তরঙ্গ-কম্পন জাগে
শরীরের মধ্যে যে ঈথার সৃষ্টি হয়
সেই ঈথারের মধ্যেই আসলে আছে
শান্তির ভারসাম্য,
মানুষের অনন্ত ঈর্ষা দূর হবার
এই একটাই পথ.....