'গানে গানে তব বন্ধন যাক টুটে'
যে বন্ধন ছিন্ন করে উঠুক তোমার
কবিতা-কল্পনালতা ফুটে।
তুমি তো না চাইতেই দিয়েছো কত কী
তবু আমাদের মন ভরে না
আমরা এমনই পাতকী।
তোমাকে ঈর্ষা করে কেউ কেউ
তোমাকে পরিয়েছে মালা
সে কথা বোঝে নি তো কেউ
আজ যারা সাজিয়েছে ডালা।
'তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন'
সে তো আমারই কবিতা ঠাকুর
আমার একমাত্র ধন।