ভাঙলে কোন জিনিসই আর জোড়া লাগে না
যতই কুইকফিক্স লাগাও বা জোড়া-হাতি-টানা ফেভিকল্
ভেঙে গেলে জোড়া লাগে না কিছুই
মাথায় যখন আকাশ ভেঙে পড়ে
তখনও অতীত আর ভবিষ্যৎকে মেলানো যায় না
সাবধানই হও কিম্বা উপচে পড়ে চোখের জ্যোতি
ভেঙে যা গেছে সেই ভাঙা জায়গা থেকে
অণু-পরমাণুর শক্তিতে তখন বিশ্ব মাত্
যা ভেঙে যায় অনেক কষ্টে তাকে জিইয়ে রাখতে হয়
ভাঙা টুকরো দু'টোর মাঝখানে অনন্ত ব্যবধান
একবার ভাঙা শুরু হলে জলপ্রপাত বয়ে যায়।
ভেঙে যায় সভ্যতা,ভেঙে যায় যুগ
ভাঙে পাহাড় থেকে বিশ্বাস,ভাঙে কথাও সুপ্রচুর
ভাঙে জীবন, ভাঙে স্বপ্ন, ভাঙে কবিতাও প্রতিদিন
একবার ভাঙা শুরু হলে থামে না কোনদিন
---------------
প্রকাশিত---বইমেলা২০০৯