একট ভূতের খুব দরকার আমার
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেখেছি
আমার কাজের সময় সংকুলান বড় কম হ'চ্ছে
২৪ ঘন্টাতে আর হ'চ্ছে না,
ঠিকমত সবকিছু করতে গিয়ে
কিছু কিছু দরকারী কথাও ভুলে যাচ্ছি
খবরের কাগজে বড় মজার একটা বিজ্ঞাপন দেখেছিলাম
পরিবর্ত বিজ্ঞাপন।তোমার কোন্ জিনিস আছে দাও
বিনিময়ে আমার কাছে এই আছে--নাও,
তোমার আছে কিছু সিডি,আমার আগাথা ক্রিস্টি
একজন ভূত যদি আমার বন্ধু হয়!
হাতে-হাতে কাজ হয়ে যায়,
ধর,আকাশে বাতাস নেই,ভূত দেবে ঠিক করে
বাতাসে সঙ্গীত নেই,মন ভাল হবে কী করে
রোদটা কমিয়ে দাও---গা জ্বালা করছে
আমার গরম লাগছে---ঝড় বইয়ে দাও
ভূত সবেতেই হাজির
না,না,মোটেই না,ভূতের রাজার বর চাই না
ভূতের রাজার তো মাত্র তিন বর
তাও আবার দুজন চাই,
আমি চাই সেই ভূতের সাথে মনের মিল
আর মনের মিল হলে সবই হয় জানি
আমার একটি ভূত চাই
বিনিময়ে আমার আছে ---অফুরন্ত ভালবাসা
পাওয়া যাবে?