অন্ধকার যায় নি এখনও
যদিও তারিখ পাল্টে গেছে ঠিক রাত বারোটায়
আকাশ ফর্সা হ'তে এখনও দেরী
গ্রীণউইচ সময় কি পারে
'অর্ধেক পৃথিবী'র আকাশ, ভরে দিতে আলোর ফোয়ারায়!
কবে কোন নিয়মে গড়ে উঠেছিল পুরুষের আধিপত্য
দাঁত-নখ বার করে ব্যবহার করেছিল
লাখে লাখে মেয়েদের,বিচার করেনি তারা কোন সম্পর্ক,
ছুঁয়ে দেখেনি কোন ভবিষ্যতের ঠিকানা
ভেবেছিল মাঠে-ঘাটে তাদের বিছানা পাতা
ভাতের থালা ছড়িয়ে আছে রাজপথে পথে
পশু ছিলনা তারা তবু জন্ম নিল পশু হয়ে
মা-বোন-বন্ধু-মেয়ে কিছু অর্থ শেখেনি কোনদিন
শুধু মেয়েজাতি বলে লালসায় মেতে ওঠে--
জঙ্গলেরও লজ্জা আছে, জংলী জানোয়ারও,
যারা দেখেছিল ভয়ে সে বিকৃত রূপ
দেখে বন্ধ করেছিল চোখ ভগবান ঈশ্বর---
'মা' যারা জানে না কাকে বলে
হাত-পা-মাথা কোথা থাকে দেখেনি যারা
পুড়ে যাক অন্তরাত্মা তাদের,
সমাজের ডাষ্টবিনে ছুঁড়ে ফেলে দাও চারপেয়ে জীব মনুষ্যেতর
বিস্ফোরণে ফেটে যাক পৃথিবী তাদের