চারজন চারবৃত্তে থাকে।
অদৃশ্য সরলরেখার মুঠিতে বাঁধা সম্পর্ক জুড়ে থাকে
সহজিয়া মাটির পেলবতা
তুমুল হাওয়ার মধ্যেও প্রদীপের শিখাটি বাঁচিয়ে
সজীব থাকার প্রয়াস।শুধু
চারজনের চারবৃত্ত
ত্রিভুজগুলি পুষ্ট হতে থাকে বৃত্তের ভিতর
জমে থাকা নোনা অশ্রু তখন
বাষ্প হয়ে উড়ে যায় দাবার খুঁটিতে
যুদ্ধ এলে জিততে জানে ছোটবড় বৃত্তগুলি
গুছোনো জীবন সংগ্রামে ছেঁটে ফেলে
পরাবৃত্ত,নিত্যবৃত্ত,হে জ্যামিতিক জীবন!
আশ্চর্য এক সংগ্রাম,যেন প্রাণপণ
ক্যানভাস চিত্র সম্পূর্ণ করার অদম্য ইচ্ছে
ধর্মের কল বাতাসে নড়ছে,নড়ছে
কুলোর বাতাস নিজেই বিদেয় হচ্ছে.....