এই লেখাটি আমার কবিতা সম্বন্ধীয়।আমি এই ওয়েবসাইটে ৫ মাসের
বাসিন্দা যদিও পৃথিবীতে আমি পুরোনো এবং কবিতার জগতেও
আজ বিশ-পঁচিশ বছর আছি।নিজের পরিচয় দিতে আমি ভালবাসিনা।
তবু কখনও কখনও দিতে হয়।আমার বেশ কিছু কবিতার বই মুদ্রিত
এবং একটি ভ্রমণের ওপর ভিত্তি করে উপন্যাসও।আরও কিছু কবিতার বই,উপন্যাস ও ছড়া প্রকাশের অপেক্ষায়--শুধু আমারই
গড়িমসি করার জন্য পড়ে আছে। এসব সত্ত্বেও শিক্ষকতা ও সাংবাদিকতা পেশার সঙ্গে অনেকদিন যুক্ত থাকার জন্য ওদিকটায় গোছানো যায় নি।শিক্ষকতা পেশা গ্রহণ করেছি বলে অসৎ উদ্দেশ্য
থেকে আজও দূরে আছি।এই ওয়েবসাইটটিকে আমি অত্যন্ত সম্মান
করি।এটি শিক্ষিত,সুচিন্তিত,কাব্যভাবনায় ভাবিত ওয়েবসাইট।
শখের কবিতা লেখা কিন্তু বিলাসিতা নয়।কবিতা মনে যে ভাবে আসে,
তাতে কিন্তুসব কবিরই প্রতিক্রিয়া একই---সে শখের কবিই হোন
কিংবা প্রতিষ্ঠিত কবিই হোন।একজন কবি তাঁর সৃষ্টি নিয়ে ছেলেখেলা
করে না।মালিন্য ছিটিয়ে দেবার আগে দেখতে হবে হাতে যথেষ্ট
প্রমাণ আছে কিনা।
আমার পাঠক-পাঠিকার মনে হতে পারে,দিদি এরকম কেন বলছেন।হঠাৎ কী হল!আমার সহমর্মী ভাইবোনেরা বুঝতে পারবেন আমার পাতা খুললেই।একটা শর্ত রাখি এবার।আমার কবিতা হার্দিক ভাল
লাগলে তবেই মন্তব্য লিখবেন।এধরণের বালখিল্য মন্তব্য আমার
ভাল লাগবে না।অনেক ভাবলাম।অবশেষে।
সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।