এখনও কি আর্তনাদ শুনতে পাও?
যারা খোলা মাথায় গিয়েছিল মাঠে
ভারী বর্ষণের আশায়
ভিজবে,বৃষ্টিতে ভিজবে বলে
ঝড়ের প্রতীক্ষা তারা করেছিল,যে ঝড় এনে দেবে
শীতল কবোষ্ণ প্রলেপ
মুক্তোবিন্দুর মত আশা জমেছিল বুকের ভিতর
মাতৃভাষার আলিঙ্গনের
বৃষ্টি এল কই!
হারিকেন এনে দিল নিকষ আঁধার
ওড়াল যত খুশি খুশি গাছের কচি কচি পাতাগুলো
বিধ্বস্ত হয়ে গেল নিষ্পাপ জীবন
বৃষ্টি এল না এল রক্তের বর্ষণ
নির্বিচারে হত্যা করে দমবন্ধ ঝড় আনল যারা
তারা তো বহিরাগত
মধ্যযুগীয় বর্বর তারা
শহীদ বেদীতে লেখা নাম
মায়ের ডাক পৌঁছয়,কোথায় জব্বর বরকত আর সালাম!
লজ্জায় মুখ ঢাকে উৎসব ফেরারী
একুশে ফেব্রুয়ারী
একুশে ফেব্রুয়ারী