কাঁদিস কেন তুই রে সোনা মেয়ে
একা একা গাছের তলায় বসে
কী হয়েছে বল না আমায় তবে
ওম্নি একা কেঁদে কী আর হবে!
ওমা ওমা ওকি ওকি কী কষ্ট রে তোর
তুই না বললে আমার প্রাণ হয় যে ভোর
ব্যবচ্ছেদ কে করল তোর এই শীতের সকালে
খেলাচ্ছলে কেটেকুটে তোকে দিল ফেলে!
সূর্য উঠেছে দেখ না মা তুই কেঁদেছিলি ভোরে
রক্ত কেন খোলা পাতায়,কেন যাস রে সরে!
কিসের ব্যথা? কিসের কথা? করিস নি তো ভেদ
কি বললি?বুকেই ব্যথা ? করেছি ব্যবচ্ছেদ?
সে কি আমিই? ওরে তুই যেন কবিতা আমার
বাহারী রঙে সাজাবো এবার কথা দিচ্ছি তোমায়
সোনার মেয়ে এ যে তোমার জীবনভোরের সাথী
ব্যবচ্ছেদ নয়,এ যে তোমার ঋতুপর্বের ব্যথী