বন্ধুত্বেরও চাই বিজ্ঞাপনের আড়াল পাতায় পাতায় ডাকাডাকি
সদৈবানুমত সুহৃদে শাহরুখ খানের সুবাস মাখামাখি
অথবা বানের জলে তার অর্থ গেছে সরে
দূরে কোথায়,কোথায় দূরে উজ্জয়িনীপুরে
ঠিক যেমন সাগরের ঢেউ এসে ভাসিয়ে নিয়ে যায় তাকে
তার সবচেয়ে যে কাছের মানুষ ঘর বেঁধে থাকে।
বন্ধুর নাম ভাবতে গিয়ে শাহরুখকেই ভাবে
হায় সে মানব কেমন করে এ বন্ধুর দায় নেবে!
আড়াল দাও আর দেঁতো হাসিকে
চার আনার উপর বারো আনা চাপাও
মুখের এনামেলে ঘাম জমলে ফেলোনা মাটিতে একফোঁটাও
তার ভ্রমে কিন্তু বারোটা বেজে যেতে পারে
যে শ্যাম রাখে কূলও রাখে বন্ধুত্বও সেই রাখতে পারে
বিজ্ঞাপনের সোডিয়াম ভেপারের আলো
বরঞ্চ তুমি সেজে থাক যেন খুব মানুষ ভালো,
খুব বেশি কাছ থেকে কোন মানুষ যায় না ঠাহর করা
লিখিত বয়ান কিম্বা জনরোষ অথবা কবিতা আত্মহারা!