বিনা মেঘেই ঠিক বজ্রপাতটা হল
আকাশ পরিষ্কার,দু'একটি তারা ফুটেছে কি ফোটেনি
না কোনো নিম্নচাপ না উচ্চচাপ,
আলিপুর অফিস জানিয়ে দিয়েছে
আগামী পক্ষকাল কোন বৃষ্টির সম্ভাবনা নেই
দাদা-বৌদিরা,প্রেমিক-প্রেমিকারা,ছোট ছোট ভাই-বোনেরা
যাও,চিড়িয়াখানা যাও,পার্কে পিকনিক
কিম্বা যাও জয়পুর মালয়েশিয়া ব্যাংকক
তোমাদের আজ পৌষমাস
এমন সময় বজ্রপাত,এবং বিনা মেঘেই----
চারিদিক অস্থির,কী হোলো,আরে হোলোটা কী?
না,কেউ জানে না,কিন্তু জয়পুরের টিকিট,মালয়েশিয়ার টিকিট
ব্যাংককের টিকিট ,সব বাতিল
হাওড়া স্টেশনে এ্যাত্তবড় নোটিশ ঝুলছে---আজ সব ট্রেণ বন্ধ।
দমদম বলছে-আজ কোন প্লেন ছাড়বেনা
কিন্তু কারণ ছাড়া কার্য হয় নাকি!
ধরো আলিপুরের হাওয়া-অফিসকে
অফিস জানাল,গঙ্গাসাগরের মেলা যে আর মাত্র ক'দিন
এখন তো ওখানে বজ্রের কোন স্থানই নেই!
বিশাল জায়গা জুড়ে এখন শুধু পুলিশ,প্রশাসন
আর রক্ষীবাহিনীর নিশ্ছিদ্র প্রহরা
বজ্রটা ওখানে সুবিধে করতে পারেনি বলেই
এখানে পড়েছে
যদিও তখন এখানে আকাশে মেঘ ছিলনা