তোমাকে পাইনি খুঁজে নির্ভীক অনুসন্ধানে
বেথলেহেমের গোয়ালঘর থেকে সান্টামেরিয়া গীর্জায়
সাধুদের ভোজনাগারে,অনেক খুঁজেছি আমি---
সাদা দুপুরে হাওয়া-ঘর থেকে
ভেসে আসে জীবন প্রণালী
আকাশ থেকে নেমে আসে পারাবত--'প্যারাডাইস রিগেইনড'
তারাই স্বর্গরাজ্য পাবে
যারা ঈশ্বরের পথে শেষ অবধি চলবে।
নিজস্ব বিশ্বাসকে কোথায় দাঁড় করাই অক্ষররূপা!
মাটি যে আজ আলগা হয়ে গেছে,সুপ্রচুর মিথ্যায়
ভূগোলের কৌণিক বিন্দু স্থির করে নিয়ে
অনন্ত নক্ষত্র মালায় ভ্রমণ অথবা নির্জন রাত্রিতে
অবগাহন দরকার আজ।
জুডাস পিটারের দৃষ্টি রাগে গনগন
ভয়ে ভীত জুডাস নুনের পট জলাঞ্জলি,অপরাধ তারই---
আজ যে সবাই জুডাস
আজকে সবাই পিটার
হে অখন্ড সন্ধ্যা
কোটির মধ্যে গুটিক দু'হাজার চোদ্দ সাল
আলোকচিত্রে তবু লেখা হয় বসন্তবাহার
প্রভু যীশু,তোমাকে আজ বড় দরকার!
মসিহা--- ত্রাণকর্তা।(জুডাস-পিটার শেষ মুহুর্তে শত্রুতা করেছিল)