পেশোয়ারে আক্রমণ রাক্ষস না পিশাচ
তালিবান হানাদার কাফের তুই কী চাস?
শিক্ষা আর সহবত অন্ধকূপের নোনা স্বাদে
শতাধিক ফুলের প্রাণ তালিবানি ফাঁদে ।
বুলেট এসে কেড়ে নিল একশ'বত্রিশটি প্রাণ
মাঠের মাঝে পড়ে আছে রক্তে রাঙা জান।
পাঁকে কর্দমে ডাকিনী ভাসালো কার চাঁদ
হা হা হি হি হাসছে যেন প্রতিশোধস্পৃহী উন্মাদ।
'উঠ্ বেটা,হাঁকে তায়েবের আব্বু,'তৈয়ার হোনা,
উঠ্ না,উঠ্ না বেটা' তায়েব আর ওঠে না,
কত মারে ওরা,যতই মারবে জন্মাবে রক্তবীজ
কালো দিন এল পেশোয়ারে যে আঁধার আলোর অধিক
শিশুরা গর্জে ওঠে 'তোমাদের এক ফোঁটা ভয় তো পাই না'
'আমরা করবো জয়' ধ্বংসস্তূপ থেকে ওঠে কান্না
আমাদের যারা মেরেছে গুলিতে তারা কি সন্তানহীন?
তারা মানুষ নয় যে,আল্লা করেছে তাদের সঙ্গীন।
ঝড়ের আগে ছুঁড়ে ফেলে পিষ্ট হলুদ পাখি
আকাশ নেই বন্ধ বাতাস রোদে-পোড়া আঁখি।