একজন সাত অন্যজন ষোল
       আগুণে পোড়ে ঘৃতাহুতি শব্দ গেল গেল

       একজন ভাবে অন্যজন ডোবে
       কবিতালোক সভায় তবে অশ্বমেধ হবে

        ষোল ও সাতে ভোগে অগ্নিমান্দ্যে
        দুরারোগ্য পাঁচ আঙ্গুল খেতজমি কান্দে

        একজন ষোল অন্যজন সাত
        ডলার আছে ইচ্ছে আছে নেই গরমভাত

       ষোল এখন পকেট মারে সংহারক বোমায়
      ভাগ্যরেখা সাতের হাতে মানব সমাজ কোমায়