তোমার জন্য মহেঞ্জোদড়ো সভ্যতার ওপর
আমি ঘর বাঁধতে পারি
তোমার জন্য মেঘ হয়ে উড়ে যেতে পারি অলকাপুরীতে
আমার কোন যক্ষ লাগবে না
তোমার জন্য সিংহল সমুদ্রের পাড় বেয়ে
বনলতা সেন হ'তে পারি, এই সৃষ্টিছাড়া রূপ নিয়েও---
যদি তুমি কথা দাও সুরে ছন্দে আর দোদুল জীবনপ্রবাহে
বসন্তের পঞ্চম সুর তুলবে তোমার গানে
রঙবেরঙের পাথরে মোড়া সমুদ্রের অনিয়মিত দ্বীপগুলি
সাজিয়ে রেখেছি তোমার জন্য
তুমি আলো জ্বালাবে বলে
আর ঠিক কয়েক মূহুর্ত-----এরপরে আলতো অক্ষরে
ঝরে পড়বে বেটোফেন না পল্লীগীতি----তোমার এস,এম,এস
বৃষ্টি থেকে ঝরে পড়া আমার অন্তহীন সঙ্গীতের সুর