যতই তোকে ধরতে গেছি
গেছিস উড়ে উড়ে ,
হারিয়েছিস কোন কুয়াশায়
স্বপনগুঁড়ো ছুঁড়ে ।
তুই যেন ঠিক জলের মতো
জড়িয়ে থাকিস প্রাণে,
অঞ্জলিতে ক্ষণিক থেকে
ধা'স যে আরেক পানে।
নদী হয়ে কুলুকুলু
কেমনে বয়ে যাস,
তটে তটে মাটির ভিতর
জাগিয়ে যাস আশ ।
সত্যি করে কাউকে মনে
তোর কি ধরে না,
বৃষ্টি হয়ে ভিজিয়ে যাস
কতোই আঙিনা।
দু'চোখ মেলে হারাই তোকে
নয়ন মুদে পাই,
আজও সকল কবিতাতে
তোকেই ছুঁয়ে যাই।।