কিছুই থাকে না;এই ফুল,লতাপাতা,কৃষ্ণচূড়া গাছ
দুমড়ে মুচড়ে যায়
আচমকা আমফানে। উড়ে যায়
গিঁট দিয়ে বাঁধা ঘর,ঘরের ছাউনি,
মাঠঘাট নোনা জলে ডোবে;
বন্যা এলে কিছুই থাকে না
প্রেম,স্মৃতি,শোকও গ'লে যায়।
প্রাপ্তি যত
ঢেকে যায় মেঘে,ডুবে যায় চাঁদ
আলো দে'য়া তারা খ'সে পড়ে।
তথাপি জীবন থাকে
শান্ত,স্থির;পরিষ্কার আকাশের মতো---
প্রথম সূর্যের মতো।
এ-সবই তুমি জানতে;তবু তুমি চলে গেলে
অভিমানে দূরে,তোমার
হাস্যময় মুখটিকে ফেলে ।