তোমার ছবির পাশে মায়াবন।
ওই বনে
সারমেয় এক মাটি শোঁকে।
কৃত্রিম আলোর নীচে বসে এক
আজন্ম ভিখিরি ;
যখন যেটুকু তাকে দাও
বাটিতে,থালাতে
গোগ্রাসে খেয়ে ফের চেয়ে থাকে।
তোমার ছবির পাশে মায়াজল,ঊর্ণনাভ জাল
তার নীচে তৃষ্ণার্ত পথিক
পথ হাঁটে।
তোমার ঘরে,সিংহদ্বারে তালা
ভিতরে কি অতুল বৈভব?
তস্কর দিন গোনে।