তবু বসন্ত এলে

প্রতিটি শ্মশানযাত্রার পরে
আমরা যেভাবে পোড়া কাঠ,ভাঙ্গা কলসী ফেলে
গঙ্গা-স্নান সেরে বাড়ি ফিরি,
সেইভাবে প্রতিটি যুদ্ধের পরেও
আমরা কবিতা পড়ি।
যদিও কোন কবিতা-ই কোনকালে
একথালা ভাত তুলে দিতে পারে নি
একটিও নিরন্নের মুখে
তবু কবিতার সাথে
আমাদের দীর্ঘ বসবাস।
তবু বসন্ত এলে
প্রতিটি ফুল,প্রতিটি পাতা,পাখি
কেবলই আমাদের ডেকে বলে:
ভালোবাস,ভালোবাস।

sb