#কোন পৃথিবী
এ কোথা জন্মিনু মাগো,কোন পৃথিবীতে?
পদে পদে এত মৃত্যু-ভয় হাওয়াতে,ধুলিতে !
নিঃশ্বাসে মিশিছে বিষ,সন্দেহ বাতাসে
মুখ ঢেকে লোক দেখি হাঁটিতেছে ত্রাসে।
দূরে-দূরে ভীরু চোখ সরে,সরে আছে
কাছে এসে কেহ তারে ছুঁয়ে ফেলে পাছে ;
ঘষে ঘষে হাত ধো-য়, আলিঙ্গনে মানা
কিভাবে বাঁচাবে প্রাণ নাহি কারো জানা।
হেথা হোথা পড়ে শব, যেন মৃত্যুপুরী
শ্মশানেও নাহি কেহ বলে হরি-হরি।
এ কোন কালেতে মা গো আসিনু ধরাতে
ধুলেও মুছেনা কালি,কি আছে বরাতে ?
চারিধারে যারে দেখি ভয়ে জড়সড়
ডিম্বকের ঘেরাটোপে,বলে,থাকো আরো।
আর কত দিন বলো কো'রেন্টিনে রবো
জন্মেছি যখন মা গো,জেনো লড়ে লবো।